নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আবারও বলছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলছি।”
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা একটি জবাবদিহিমূলক ও নির্বাচিত সরকার চাই। অথচ নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। ১০ মাস পার হলেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “জনগণের আস্থা হারায় এমন সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ক্ষমতায় থাকতে চাইলে রাজনীতিতে আসুন।”
তিনি আরও বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।’
যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য দেন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব সহ প্রমুখ নেতারা।
তারুণ্যের সমাবেশে ব্যাপক সমাগম:
তারুণ্যের সমাবেশ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল, শাহজাহানপুর ছাড়িয়ে আশেপাশের এলাকায় লোকে-লোকান্তর ছিল।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছে। এরমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, ঢাকা মহানগর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক এ্যাড. মকবুল হোসেন সরদার, সাইদুর রহমান মিন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মোঃ ইউসুফ, আফাজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর যুবদল আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক মো.সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, স্পেন বিএনপির সহসভাপতি এসএম আহমেদ মনির, মহানগর সদস্য আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, রেজাউর রহমান ফাহিম, হাজী নাসির উদ্দিন, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান,সবুজবাগ থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহিম, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,আনোয়ার হোসেন জমিদার, তেজগাঁও থানা বিএনপি আহবায়ক ইন্জি: মিরাজ উদ্দিন হায়দার আরজু, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, থানা আহবায়ক কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন, মিরপুর থানা বিএনপি আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, সোলাইমান হাসান,
বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, মহিউদ্দিন তারেক, বশির আহমেদ, বিএনপি নেতা জাহিদ ইসলাম রুবেল, জসীম উদ্দিন অপু, তুরাগ থানা বিএনপি সাবেক সভাপতি আমান উল্লাহ ভূঁইয়া, থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, হাজী জহিরুল ইসলাম, রিপন হাসান খন্দকার, থানা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলী, উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক এস আই টুটুল, আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড এফ ইসলাম চন্দন, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান যুগ্ম আহবায়ক আশরাফ গাজী, আনিছুর রহমান, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার,
রামপুরা থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম বড় মিয়া,
মোঃপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ সাধারণ সম্পাদক ওসমান রেজা, আদাবর থানা ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, রূপনগর থানা বিএনপি ৭ নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম মামুন, ভাটারা ৪০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হাতি, মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সভাপতি ওসমান গনি সেন্টু, মিরপুর ১১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বপন, পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তফা মাষ্টার, সাধারণ সম্পাদক আলী আকবর মামুনসহ ঢাকা ময়মনসিংহ সিলেট ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওতাধীন বিভিন্ন থানা বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।