হাফসা : বাংলাদেশে কোন জঙ্গি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম।
বাংলাদেশে জঙ্গিবাদের কোন অবস্থান নাই, আপনাদের সহযোগীতায় জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। এদেশে কোন ধরনের জঙ্গিবাদ নাই। গেছে ১০ মাসে জঙ্গিবাদের ইনফরমেশন কেউ দিতে পেরেছেন? আগে এ দেশে জঙ্গিবাদ ছিল, আপনারা ইনফরমেশন
দিয়েছিলেন, এখন জঙ্গি নাই তাই আপনারা দেন না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন কালে সাংবাদিকদের উদ্দেশ্যে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এক্সপোর্ট টার্মিনাল স্থাপনের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম।
এছাড়াও সকাল ১১.৩০ মিনিটের সময় তিনি উত্তরা ৪ নং সেক্টরে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।
এ সময় তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের বেতন ভাতা,সুখ দুঃখ,চিকিৎসা সেবা ও খাবারের খোঁজ খবর নিয়ে বলেন, পুলিশ সদস্যদের পেশাগত মানোন্নয়নে সরকার আন্তরিক।
দুপুর ১২টায় উত্তরা পূর্ব থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের মাথায় হাত বুলিয়ে তাদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।তাদের সুখ দুঃখের কথা শোনেন, তাদের চিকিৎসা ও আবাসন নিয়ে কথা বলেন। তিনি আরো বলেন,আমি এর আগে এসে দেখেছিলাম উত্তরা পূর্ব থানায় বাথরুম সমস্যা ছিলো। আজ এসে দেখি আগের সেই সমস্যা নেই।
সব শেষে পুলিশ সদস্যদের রান্না ঘর পরিদর্শন করে নিজ হাতে মাংশ নাঁড়া চাড়া করেন।
জঙ্গিবাদ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এদেশে কোন জঙ্গি নেই।
জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় বাংলাদেশি আটক তিনজনকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে জিজ্ঞেস করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফেরত পাঠানো হয়েছে তাঁদের মূল সমস্যা ছিলো ওনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। মব জাস্টিস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মব জাস্টিস
কখনোই কাম্য না, যারা মব জাস্টিস তৈরি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের জন্য কঠিন বিচার করা হবে, দেশে আইন আছে বিচার ব্যবস্থা আছে যারা মব জাস্টিস করবে শুধু ইনফরমেশন দিবেন তাদেরকে আইনের আওতায় আনব আমরা।