রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : উপদেষ্টা শারমীন মুরশিদ

  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অব জুলাই কর্তৃক আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের জুলাই যুদ্ধে শারমীন এস মুরশিদ সরাসরি অংশ নিয়েছিলেন। ১৮ জুলাইয়ের ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেদিন যখন আমি রাস্তায় ছিলাম, তখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল, পুলিশ গুলি চালাচ্ছিল। এক ছাত্র গুলিবিদ্ধ হলে আমি তার কাছে ছুটে যাই। আমারও গুলি লাগতে পারত, তবে ভাগ্যক্রমে আমি বেঁচে যাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আর রক্ত দিতে চাই না, আমরা জ্ঞান ও মেধা দিয়ে দেশ গড়তে চাই।’

উপদেষ্টা শারমীন এস মুরশিদ উল্লেখ করেন, ‘আমরা যে ভঙ্গুর কাঠামো পেয়েছি, তা পাহাড়সম কঠিন। ১৬ বছরের অপশাসন দেশের প্রতিটি স্তরে প্রবেশ করেছে; এক বছরে তা ভাঙা সম্ভব নয়।’

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা কোটা নয়, মেধার আন্দোলন করেছো। তাই আর রক্ত দেওয়ার প্রয়োজন নেই। মেধা ও যোগ্যতা দিয়ে দেশ গড়তে হবে। এজন্য ক্লাসে ফিরে যাও এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হও।’

সূত্র- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com