সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে: আদিলুর রহমান চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা তারেক রহমানের রাষ্ট্র পরিবর্তনের স্বপ্ন, সব জনগণেরও স্বপ্ন : এমরান সালেহ প্রিন্স ‎প্রশাসনের অভিযানে ও থামছে না হোটেল গ্র্যান্ড ইন-এর অনৈতিক কর্মকান্ড ফ্ল্যাট বিক্রি করে কোটি টাকার লাভ, দ্বিতীয় বিয়ের ইঙ্গিতও দিলেন মালাইকা! পাকিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ১ সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে : আনোয়ারুল ইসলাম সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে — মুহাম্মদ আফাজ উদ্দিন আমেরিকার রাজধানীতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে: আদিলুর রহমান

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। এ সময়, বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিপ ইয়ার্ড নির্মিত জাহাজ তুরস্কের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সব বাধা অতিক্রম করে জনগণের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছেন। তাই বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এই সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার গত এক বছরে যে কাজগুলো শুরু করেছে, আগামীতে জনগণের নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নিয়ে যাবে। জনগণের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবে।’

দেশের জাহাজ নির্মাণ শিল্প খাত বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থায় আছে জানিয়ে এই শিল্প দেশের অর্থনীতিকে আরও উন্নতির দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে তুরস্কের জন্য নির্মিত জাহাজটি হস্তান্তরের আগে সেটি পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানান, নপেক শিপিং এন্ড ট্রেডিং লিমিটেড নামে তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠানের অর্ডার অনুযায়ী নির্মিত ৫ হাজার ৫০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক মাল্টি পারপাস জাহাজ ‘ওয়েজ অয়্যার’ প্রতি ঘণ্টায় গতিবেগ অনুযায়ী ১২ নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম। ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রশস্ত, ২৫ ফুট গভীরতার এবং দুই হাজার ৭৩৫ হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের তৈরি এই জাহাজটি স্টিল, কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ সবধরণের ঝুঁকিপূর্ণ পণ্যসামগ্রী বহনে সক্ষমতা রয়েছে।

আনন্দ শিপইয়ার্ড ইতিমধ্যে আধুনিক মানসম্পন্ন ৩৫০টির বেশি জাহাজ নির্মাণ করে বিদেশে রফতানি করেছে। ডেনমার্ক, জার্মানি, মোজাম্বিক, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশে এসব জাহাজ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান প্রকৌশলী  আব্দুল্লাহেল বারী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান, বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মীর তারিফুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীসহ অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com