শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

তাণ্ডব চালিয়ে ২০ ওভারে ইংল্যান্ডের ৩০৪, রেকর্ডের বন্যা

  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো তাণ্ডব চালাল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের উত্তাল ব্যাটিং শুধু বিশাল জয়ে সীমাবদ্ধ থাকল না, ভক্তদের চোখ ধাঁধিয়ে এই ম্যাচে তৈরি হলো রেকর্ডের বন্যা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঘরের মাঠ ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে অবিশ্বাস্যভাবে ২ উইকেটে ৩০৪ রান তুলেছে ইংলিশরা।

জবাবে এডেন মার্করামদের ইনিংস শেষ হয় ১৫৮ রানে। ১৪৬ রানের জয়ে তছনছ হয়ে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বই।

সব মিলিয়ে ১৫টি রেকর্ড গড়েছেন ইংলিশ ব্যাটাররা।

১) বিশ্বের তৃতীয় দল হিসেবে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ বা তার বেশি রানের ইনিংস গড়ল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট খেলা দল হিসেবে ইংল্যান্ড এই কৃতিত্ব অর্জন করল। এতদিন নেপাল এবং জিম্বাবুয়ের এই কৃতিত্ব ছিল।

২) শুক্রবারের ম্যাচে জস বাটলার ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় দ্রুততম অর্ধশতরান করলেন বাটলার। তাঁর আগে রয়েছেন মঈন আলী (১৬ বল) এবং লিয়াম লিভিংস্টোন (১৭ বল)।

৩) শুক্রবারের ম্যাচে প্রথম ৫.৫ ওভারে ১০০ রান তুলেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে টেস্ট খেলা দেশগুলোর মধ্যে যা দ্বিতীয় দ্রুততম।

৪) সল্ট এবং বাটলার ওপেন করতে নেমে প্রথম উইকেটের জুটিতে করেন ১২৬ রান। ২০ ওভারের ক্রিকেটে এই নিয়ে তাঁরা চতুর্থ বার ১০০ বা তার বেশি রানের জুটি গড়লেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ রানের জুটির তালিকায় তাঁরা এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে।

৫) সল্ট-বাটলার জুটি ৪৭ বলে ১২৬ রান করে। ওভার প্রতি তাঁরা তুলেছেন ১৬.০৬ রান। টেস্ট খেলা দেশগুলোর মধ্যে ১০০ রানের জুটির ক্ষেত্রে ওভার প্রতি এটাই সর্বোচ্চ রান।

৬) এই ম্যাচে সল্ট অর্ধশতরান পূর্ণ করেন ১৯ বলে। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ দ্রুততম অর্ধশতরান করেন তিনি। তাঁর আগে রয়েছেন মঈন আলী (১৬ বল), লিভিংস্টোন (১৭ বল) এবং বাটলার (১৮ বল)।

৭) ১০ ওভারের পর ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ১৬৬। এতে টি-টোয়েন্টি ক্রিকেটে তৈরি হলো নতুন রেকর্ড। এর আগে কখনও প্রথম ১০ ওভারে এত রান ওঠেনি।

৮) ১২.১ ওভারে ২০০ রান তোলেন ইংল্যান্ডের ব্যাটারেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দল এত দ্রুত ২০০ রান তুলতে পারেনি। গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবুয়ে ১২.৫ ওভারে ২০০ রান তুলেছিল ২০২৪ সালে। সেই রেকর্ড ভেঙে দিলেন ব্রুকেরা।

৯) শুক্রবারের ম্যাচে ৩৯ রানে শতরান করেছেন সল্ট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ইংল্যান্ডের কোনো ব্যাটারের দ্রুততম শতরান। সল্ট ভেঙে দিলেন লিভিংস্টোনের ৪২ বলে শতরানের রেকর্ড। ২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নজিরটি গড়েছিলেন লিভিংস্টোন।

১০) গতকাল ভারতীয় ক্রিকেটারের সূর্যকুমার যাদবের একটি রেকর্ডও ভেঙে গেছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ শতরান করতে সল্ট নিলেন ৪২টি ইনিংস। সূর্যকুমার চারটি শতরান করতে নিয়েছিলেন ৫৭টি ইনিংস। শুক্রবারের পর সল্টই এ ক্ষেত্রে বিশ্বের দ্রুততম।

১১) টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরানের সংখ্যায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন সল্ট। তাঁর এবং সূর্যকুমারের শতরানের সংখ্যা চারটি। রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েলের পাঁচটি করে শতরান রয়েছে।

১২) নিজের একটি রেকর্ডও উন্নত করেছেন সল্ট। তাঁর অপরাজিত ১৪১ রান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যন্ডের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ রান করেছিলেন সল্ট। যা এত দিন ছিল সর্বোচ্চ।

১৩) কোনো টেস্ট খেলা দেশের বিরুদ্ধে ইংল্যান্ডের ৩০৪ রানই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ। ভেঙে গেল ভারতের রেকর্ড। ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল ভারত।

১৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংলিশ ব্যাটারেরা শুক্রবার ৪৮টি বাউন্ডারি মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ বাউন্ডারি মারার নজির গড়েছেন তাঁরা। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের দখলে। গাম্বিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে ৫৭টি বাউন্ডারি মেরেছিলেন জিম্বাবুয়ের ব্যাটারেরা।

১৫) টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়েছেন ব্রুকেরা। তাঁদের আগে রয়েছে জিম্বাবুয়ে (৩৪৪/৪) এবং নেপাল (৩১৪/৩)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com