হাফসা আক্তার :ঢাকা জেলার ধামরাই থানার একটি হত্যাকান্ডের ঘটনার দুই বছর পর হত্যার রহস্য উদঘাটনসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পিবিআই। গ্রেফতারকৃতদের নাম সদর আলী ও আলমগীর।
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার পিবিআই
কুদরত-ই-খুদা পিপিএম-সেবা বলেন,পরকীয়ার জের ধরে এই হত্যা কান্ড ঘটেছে। তারা একই বাড়ীর পাশাপাশি রুমে বসবাস করার কারণে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক সৃষ্টি হয়। আলমগীরের সহায়তায় জুয়েল সদর আলীর স্ত্রীর সাথে পরকীয়া করে পালিয়ে যায়। পরবর্তীতে সায়েদুরকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গিয়ে সেটি বিক্রি করে ফেলে।
তিনি আরো বলেন, দায়িত্ব পাওয়ার পর আমরা ঘটনার বিষয়ে প্রকাশ্য ও গোপনে তদন্ত শুরু করি। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর আলী ও আলমগীরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় উত্তরা পিবিআই ঢাকা জেলা অফিসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি আরো জানান, পরকীয়া ও নগদ টাকার প্রয়োজনে আসামীরা পরিকল্পিত ভাবে অটোরিকশা চালাক সায়েদুর রহমানকে হত্যা করে।