শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ফেডারেশন কাপ শুরু মোহামেডানের, কিংসের হোঁচট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: রোমাঞ্চকর লড়াইয়ের পর জয়ের আনন্দে ফেডারেশন কাপ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনীর ১২ শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়ার অভিযানে নামা দলটির হয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন স্যামুয়েল বোয়াটেং। অন্য ম্যাচে ঘরের মাঠে হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস।

দরিয়েলতনের গোলের পর ৪৭ মিনিটে দল এগিয়ে যায় কিংস। পরে ৫৪ মিনিটে ইমানুয়েল সানডে একক আক্রমণে সুযোগ তৈরি করেন, তবে গোলরক্ষক সুজান পেরেরার সুভিক্ষায় ফর্টিসের আক্রমণ থামানো যায়। ফাহিম ও রাফায়েল অগুস্তরও গোলের কাছাকাছি যান, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি।

৮৫ মিনিটে দলের জন্য দুঃখজনক মুহূর্ত আসে, যখন ফর্টিসের রাজ উদ্দিন সাগরের শটে গোলরক্ষক শ্রাবণ মাটিতে ডাইভ দিতে গিয়ে তারিক কাজীর সঙ্গে ধাক্কা লাগে। হাত থেকে বল ফসকে গিয়ে তারিকের পায়ে লেগে আত্মঘাতী গোল হিসেবে জালে যায়। এতে করে তিন পয়েন্টের আশা ভেস্তে যায় কিংসের।

অন্যদিকে, মোহামেডান ফেডারেশন কাপ শুরু করলো জয় দিয়ে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা পুলিশ এফসিকে ৩-২ গোলে হারায়। মোহামেডানের স্যামুয়েল বোয়েটং হ্যাটট্রিক করেন, আর পুলিশের হয়ে গোল করেন ঈসা ফয়সাল ও দানিলো কুইপাপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com