হাফসা আক্তার :
নরসিংদী জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফখরুদ্দীন ভূঁঞা সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। বুধবার জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম নিজ হাতে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পুলিশ সুপার বলেন, এই পদোন্নতি ফখরুদ্দীনের নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের স্বীকৃতি। তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও উদ্যমী ও নিবেদিতভাবে কাজ করবেন। পুলিশ সুপার মেনহাজুল আলম মন্তব্য করেন—এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো জেলা পুলিশের জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।