শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানকারীরা ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি জুলাই সনদে ৭১ মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয়: আলী রীয়াজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ সাংবাদিক নির্যাতনের ঘটনায় উত্তরা পশ্চিম থানা এজাহার নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ বিক্ষোভের পর পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি ইরানের; শীঘ্রই ইন্টারনেট চালুর ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর রংপুর ভালো অবস্থানে দাবি করে যা বললেন পাকিস্তানি পেসার জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে : তারেক রহমান

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসাক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প শেষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘অনেক দিন পর নিজ বাড়িতে এসে পরিচিত মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমরা যদি এ দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারি, তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। যাতে হাসপাতালে কোনো রোগীকে আর মাটিতে শুয়ে থাকতে না হয়। ভবিষ্যতে অতিরিক্ত রোগীদের জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করা হবে। কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন—সে দিকে নজর দেওয়া হবে।’

তারেক রহমান বলেন, ‘গ্রাম থেকে গ্রামে প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার তৈরি করে মানুষকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারে থাকাকালীন গ্রামে পল্লী চিকিৎসকদের মাধ্যমে যেমন সেবা প্রদান করা হয়েছিল, তেমনি ব্যবস্থা করা হবে। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় বসে চিকিৎসা নিতে হবে না। বেডে থেকেই সবার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের ‘মা’কে একটি চিকিৎসা কার্ড প্রদান করা হবে। ওই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আমরা রাজনীতি করি মানুষের জন্য—নারীদের সাবলম্বী করা, শিক্ষা, বয়স্ক ভাতা, চিকিৎসা, কৃষক ও কৃষি খাতের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করার জন্য। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন দায়িত্ব পালন করার জন্য। ২৭ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। আমাদের উদ্যোগ নিতে হবে যেন মানুষ কম অসুস্থ হয়। সে জন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে—কি করলে ডায়াবেটিস ও হৃদরোগ থেকে দূরে থাকা যায় তা জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শেখানো হবে। ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ভালো চাকরি পায়। চাকরি না পেলেও যেন নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে গড়ে উঠুক নতুন প্রজন্মের সৈনিকরা, যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে—বিপদে-আপদে সহযোগিতা করবে। আমরা যেন জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি—এটি হোক আমাদের আগামী দিনের শপথ।’

এদিন বগুড়ার বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফাউন্ডেশনের সহ-সভাপতি ও তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের পরামর্শে পরিচালিত স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা ও বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় সাত থেকে আট হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। একই সঙ্গে রোগীদের ওষুধ ও পরামর্শপত্র দেওয়া হয়।

বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বাস্থ্য ক্যাম্পের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জোবাইদা রহমান।

ডা. জোবাইদা রহমান বলেন, ‘মানবসভ্যতার এক ক্রান্তিলগ্নে আমরা আজ উপস্থিত হয়েছি। আর্তমানবতার সেবায় আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে পারি। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের আত্মত্যাগ ও মানুষের জন্য পথচলা ইতিহাস হয়ে থাকবে। স্বল্প সামর্থ্যেও বহু মানুষকে আকাশচুম্বী সাফল্য দিয়েছে এই ফাউন্ডেশন। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও মানবসেবায় এটি উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. শাজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন এবং বগুড়া হেলথ ক্যাম্প ম্যানেজমেন্ট উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. ইউনুস আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com