হাফসা আক্তার :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকা-১৮ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উত্তরা আব্দুল্লাহপুর সংলগ্ন পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড হয়ে মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়।
মিছিলের প্রারম্ভে দেওয়া এক বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন, এই আসনে কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে, আর কাকে মূল্যায়ন করলে এই ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের চাওয়াপাওয়ার প্রকৃত মূল্যায়ন হবে। তাই আপনাদের আস্বস্ত করে বলছি, শেষ হাসি আপনারাই হাসবেন।”
তিনি আরও বলেন, “গণভোটে আমাদের কোনও আপত্তি নাই। তবে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজি ফজলুল হক, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সোরহাব খান স্বপন, উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন, ভাটারা থানা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি বিএনপি জামির আহমেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুকুল সরকার, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমাস আলী, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নুরু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সবুজ, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ জালাল এবং বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জালাল আহমেদ। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।