আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের বাতাসের দূষণ (রেড) বা অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু গত বছরই বায়ুদূষণের কারণে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১৬১ জনের মৃত্যু। সোমবার (১০ নভেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তেহরানে বায়ুদূষণ গত তিন দশকেরও বেশি সময় ধরে একটি গুরুতর সমস্যা হিসেবে রয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের সংখ্যা ও শিল্পকারখানার ঘনত্ব ক্রমেই দূষণের মাত্রা বাড়াচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, এখন এমন দিন খুঁজে পাওয়া দুষ্কর, যেদিন শহরের বাতাস সম্পূর্ণ পরিষ্কার থাকে।
তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান বলেন, ‘আমি বিশ্বাস করি না, এই শহরের বাতাস আবার কখনো পুরোপুরি পরিষ্কার হবে। তবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও জানান, দূষণ কমাতে এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে নগর বাজেটের অর্ধেকেরও বেশি অংশ বরাদ্দ করা হয়েছে। তবে সমস্যার কার্যকর সমাধানে সব সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
অন্যদিকে, গণমাধ্যম মডার্ন ডট এজেড জানিয়েছে, বায়ুদূষণের কারণে ইরান প্রতিদিন প্রায় ৪৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ এখন ইরানের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে, যা মোকাবিলায় অবিলম্বে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কঠোর নীতিগত পদক্ষেপ প্রয়োজন।