সিটিজেন নিউজ ডেক্স :
ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নতুন করে সাধারণ মানুষকে হুমকি ও বিশৃঙ্খলার প্রতিবাদে বুধবার (১২ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শহরের সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফরিদুল হুদা। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং পৌর শাখার আমির এহসানুল মাহবুব রুবেল।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা আরও অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করেছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখেছে।
বক্তারা বলেন, “আপনারা ১৭ বছর দেশে যে গণহত্যা করেছেন, তার বিচার একদিন হবেই।” তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের অন্যায় কর্মকাণ্ড প্রতিহত করতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে বক্তারা আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।