নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আশুরা উপলক্ষে হোসেনী দালান থেকে তাজিয়া মিছিলসহ শিয়া সম্প্রদায়ের সব ধর্মীয় রীতি (রিচুয়াল) ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।
আজ মঙ্গলবার হোসেনী দালানের সামনে কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আপনারা দেখছেন, সকাল থেকে উল্লেখযোগ্য পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। এটা নিরাপত্তা ব্যবস্থার একটি স্টাইল।
অতিরিক্ত কমিশনার বলেন, আমি বলব, শুধু পুলিশের উপস্থিতি নয়, আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
‘আয়োজকদের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, আশা আশা করছি, যে রিচুয়ালগুলো আছে, তা ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে এবং আপনারা দেখছেন সকাল থেকে ইমামবাড়া সুশৃঙ্খলভাবে লাইন ধরে তল্লাশির মাধ্যমে প্রবেশ করছে।’
হোসেনী দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন বলেন, ভালোভাবে প্রস্তুটি নেয়া হয়েছে। আশা করি, সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।