নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নিরাপদ অভিবাসনের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। আর সেই লক্ষ্য পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
শুক্রবার হবিগঞ্জের একটি হোটেলে আয়োজিত নিরাপদ অভিবাসন বিষয়ক এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নিরাপদ, দায়িত্বশীল অভিবাসনের লক্ষ্য পূরণই সরকারের অঙ্গীকার। আর সেইজন্য কাজ করছে সরকার।’
নিরাপদ অভিবাসনের লক্ষ্যে পৌঁছাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইমরান আহমদ। বলেন, ‘অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। না হলে আমাদের উন্নয়নের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে।’
আলোচনা সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।