জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সদ্য কারাবন্দি জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর শাখার সভাপতি রাজিয়া আলীমের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন ঢাকা দক্ষিণ বিএনপির নেতারা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেনসহ কয়েকজন নেতা রাজিয়া আলীমের পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসায় যান। সেখানে গিয়ে রাজিয়া আলীমের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক এক নেত্রী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি গ্রেফতার হয়েছেন। সেখানে ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ অন্যরা রাজিয়া আলীমের বাসায় আগেভাগে গিয়ে নিশ্চয়ই তাদের ‘দরদ’ দেখিয়েছেন। এখানে মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদকদেরও যাওয়া উচিত ছিল।
গত বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিএনপি। কর্মসূচি শেষে বাসায় গেলে রাজিয়া আলীমকে তার বাসা থেকে বেলা আড়াইটার দিকে বংশাল থানা পুলিশ গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দল এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে এবং মুক্তি দাবি করে বিবৃতি দেয়।