নিজস্ব প্রতিবেদক: ‘তথ্য অধিকার পুরস্কার-২০১৯’ এর ‘মন্ত্রণালয় পর্যায়’ বিভাগে প্রথম স্থান লাভ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অধিকার আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এ পুরস্কার পেয়েছে। তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ এ পুরস্কার গ্রহণ করেন।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুরস্কার হিসাবে ২০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।