অনলাইন ডেস্ক: রাজধানীর ডিপিএস এসটিএস স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ডিপিএস ইকোনমিকস সামিট (ডিইএস) ২.০। গত শুক্র ও শনিবার স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিইএস ২.০ হলো একটি সম্মেলন যেখানে বিভিন্ন স্কুল থেকে একটি করে টিম পাঠানো হয় এবং তারা প্রতিপক্ষের সঙ্গে প্রতিযাগিতায় অংশ নেয়। চলতি বছর তিনটি বিষয়ের ওপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক একটি প্রতিযোগিতায় ২২০ জন করে প্রতিযোগী অংশ নেয়।
সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, সাউথটেকের বিজনেস অ্যানালিস্ট আহমেদ কবির চয়ন, বেস্ট সোর্সিংয়ের সিইও মেহদি মাহবুব এবং টপঅবমাইন্ডের সিএফও সালমা আদিল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেজর (অব.) আব্দুল মান্নানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তার প্রতিনিধিত্ব করেন ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন বেবি রাণী। এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাও লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট কিশোয়ার হাশমি।
ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই টিমের উপস্থাপনার বিষয় ছিল ‘বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা ও এ থেকে উত্তরণের উপায়’। এতে টিম এমএম০৭ প্রথম স্থান অর্জন করে।
সামিট স্পন্সরে ছিল এডুকেশন এক্সিলেন্স বাংলাদেশ ও আকুয়াফিনা।