নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু হয়েছে। এবারের মেলার শিরোনাম ‘প্রিমিয়ার ব্যাংক ৫ম আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০১৯’।
শুক্রবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ মেলার উদ্বোধন করা হয়। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) এ মেলার আয়োজন করেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনো ফি লাগবে না।
আয়োজকরা জানান, এক্সপোতে বিশ্বের প্রায় পাঁচ হাজার বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়া যাচ্ছে। মেলা চলবে আগামীকাল ৫ অক্টোবর পর্যন্ত। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে ৫ম বারের মতো এই এডুকেশন এক্সপোর আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ফ্যাকড-ক্যাব।
ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট কন্স্যালমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি জানান, বিদেশের কেউ বাংলাদেশে পড়তে আসতে চাইলে তাদেরও আমরা পরামর্শ দিয়ে থাকি। বাংলাদেশে যারা এই ধরনের তথ্য ও পরামর্শ দাতা রয়েছেন এমন ৭০টি স্টল রয়েছে মেলায়।