বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বৃষ্টিতে শুরুই হতে পারলো না দুটি ম্যাচ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ২৫১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: রোদ ঝলমলে ছিল গত কয়েকটা দিন। কিন্তু আজ থেকে শুরু জাতীয় ক্রিকেট লিগ অথচ আজই কেন বৃষ্টিটা এসে হানা দিতে হলো! দেশের সবচেয়ে মর্যাদাকর প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগ শুরু হয়েছে আজ। কিন্তু বৃষ্টির কারণে দুটি ভেন্যুতে কোনো বলই মাঠে গড়াতে পারলোন না। এমনকি টস পর্যন্ত হয়নি। বরং সারাদিন অলস বসে থেকে ওই দুই ভেন্যুর ক্রিকেটারদের ফিরে যেতে হয়েছে হোটেল রুমে।

জাতীয় লিগে আজ খুলনার শেখ আবু নাসের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা প্রথম স্তরের দুই দল খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের। সকাল থেকে স্টেডিয়ামে খেলোয়াড়রা অপেক্ষায় থাকার পর অবশেষে যখন বৃষ্টির কারণে দেখা গেল খেলা সম্ভব নয়, তখন ম্যাচ রেফারি শওকতুর রহমান দিনের খেলা বাতিল বলে ঘোষণা করেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগের। বৃষ্টি বাগড়া দেয় রাজশাহীতেও। যে কারণে দিনের খেলা বাতিল বলে ঘোষণা দেন ম্যাচ রেফারি আখতার আহমদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com