জ্যেষ্ঠ প্রতিবেদক ,সিটিজেন নিউজ:ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সরকারের পাশাপাশি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, যে কোনো বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র সর্বশক্তিমান আল্লাহ। তিনি নিশ্চয় বাংলাদেশের মানুষকে যে কোনো দুর্যোগের হাত থেকে রক্ষা করবেন। তারপরও ক্ষতি মোকাবেলায় রাষ্ট্র ও দেশের জনগণের দায়িত্বও একেবারেই কম নয়। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকা কোনো দায়িত্ববানের কাজ নয়।
বাংলাদেশ ন্যাপ’র সর্বস্তরের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে সাধ্য অনুযায়ী সর্বাত্মক প্রস্ততি নেয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ফণীর ক্ষয়ক্ষতি মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে ইতোমধ্যে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।
তারা আরও বলেন, আমাদের সবাইকে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকতে হবে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে যাতে ক্ষয়ক্ষতি কম হয় সে জন্য সরকারের সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকেও সর্বস্তরের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।