জ্যেষ্ঠ প্রতিবেদক: অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর এস এম আবুল কালাম আজাদ নৌপ্রধানকে স্বাগত জানান।
সফরকালে নৌপ্রধান অস্ট্রেলিয়া নৌবাহিনীর আয়োজনে সিডনিতে অনুষ্ঠিত ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৯’ এ অংশগ্রহণ করেন। ওই কনফারেন্সে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন তিনি। এ উদ্দেশে গত ৬ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।
আইএসপিআর জানায়, কনফারেন্সে বৈশ্বিক সমুদ্র নিরাপত্তা, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা ও সমুদ্রজীবী মানুষের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে সমুদ্র তীরবর্তী রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করার উপরে আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মাইকেল নুনান, ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল ক্রিস্টোফি প্রাজুক, যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের প্রধান ভাইস অ্যাডমিরাল উইলিয়াম বিল মার্জ এবং ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নৌ কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জেইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি কনফারেন্সে অংশ নেয়া অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করেন।