ক্রীড়া প্রতিবেদক: মাত্র ৯ বছরে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জনের মধ্য নিয়ে নতুন রেকর্ড করেছেন নারায়ণগঞ্জের মনন রেজা নীড়। এর আগে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সবচেয়ে কম বয়সে জাতীয় দাবায় খেলেছিলেন।
নীড় নারায়ণগঞ্জের হলেও এবার ৪৫তম জাতীয় দাবার বাছাইয়ে খেলেছেন চট্টগ্রামের হয়ে। নারায়ণগঞ্জ দলে কোয়ালিফাই করতে না পারায় তাকে চট্টগ্রাম দাবা দলে খেলার সুযোগ করে দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। আর সুযোগ পেয়েই চকম দেখিয়েছেন এ কিশোর।
মোট ১২৯ জন দাবাড়ুর মধ্যে ষষ্ঠ হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এ রেকর্ড গড়ার পথে নীড় যাদের হারিয়েছেন তাদের উল্লেখযোগ্য হলেন দুইবারের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার রেজাউল হক ও সাবেক জাতীয় দলের ফিদে মাস্টার সাইফউদ্দিন লাভলু। ড্র করেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সৈয়দ মাহফুজুর রহমান ইমনের সঙ্গে।
সাইফ পাওয়ারটেক লিমিটেড জাতীয় দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক। মালেক ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন। একই পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন রানার-আপ হন।