আন্তর্জাতিক ডেস্ক, সিটিজেন নিউজ:ঘূর্ণিঝড় ফণীর রেশ কাটতে না কাটতেই ভারত ও মিয়ানমারের মধ্যকার সীমান্তে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার বিকেলেই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ৩৩ মিনিটে যে কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তার মাত্র ছিল ৫.৪। কম্পনের প্রভাব পড়েছে ভারত ও মিয়ানমারে।
ভারতের নাগাল্যান্ডের মন থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই ভূমিকম্প হয়েছে। কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
কলকাতা ২৪x৭ খবর দিয়েছে, আগেই ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছিলেন ভূতত্ত্ববিদরা। ৮ মাত্রার কম্পন হতে পারে বলেও সাবধান করা হয়েছিল।