আদালত প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ট্রাইব্যুনাল স্থাপন কিংবা গেজেট প্রকাশের মাধ্যমে বিকল্প আদালতকে ক্ষমতা না দেয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মাদক মামলার বিচারিক কার্যক্রম চালানোর বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সার্কুলার অধস্তন আদালতের সংশ্লিষ্টদের অনুসরণ করতে বলা হয়েছে। সম্প্রতি এ সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি বিবিধ ৪০৩৮৮/২০১৯ নম্বর মোকদ্দমায় গত ২০ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ আদেশ প্রদান করেন। আদেশে বলা হয়,…সার্বিক অবস্থা বিবেচনায় আদালত আদেশ প্রদান করছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৪৪ অনুসারে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা কিংবা গেজেট প্রকাশের মাধ্যমে বিকল্প আদালতকে ক্ষমতা না দেয়া অথবা ট্রাইব্যুনাল সংক্রান্ত আইনের বিধান সংশোধন না হওয়া পর্যন্ত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর অধীনে দায়েরকৃত সকল মামলার বিচারিক কার্যক্রম ফৌজদারি কার্যবিধির ধারা ৫ (২) অনুসরণে ওই কার্যবিধির দ্বিতীয় তফসিলে উল্লেখিত ‘অন্যান্য আইনসমূহের অধীনে অপরাধ’ বিধান অনুযায়ী পরিচালিত হবে।