শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

বাঙালির অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু : মাহবুব আলী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ১৯৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশপ্রেমিক বাঙালির চিরন্তন অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে চলছে। বাংলাদেশের অর্থনীতির আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধুমতি ব্যাংক কর্তৃক যাত্রীলাউঞ্জ উদ্বোধনকালে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার বহুমাত্রিক নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

মাহবুব আলী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার আগ্রহ ও নির্দেশনায় দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে বর্তমানে বেশকিছু মেগা প্রজেক্ট চলমান রয়েছে। পাঁচ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে শক্তিশালীকরণ ও এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আমরা অচিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরু করব যা নির্মাণে ব্যয় হবে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা।

তিনি বরেন, এই টার্মিনালের কাজ সম্পন্ন হলে তিন লাখ ৩০ হাজার বর্গমিটারের আয়তন, ২০টি বোর্ডিং ব্রিজ, ২১টি কনভেয়র বেল্ট ও ১৭৭টি চেকইন কাউন্টার নিয়ে শাহজালাল বিমানবন্দর বছরে মোট ২০ মিলিয়ন যাত্রীকে সেবা প্রদান করতে পারবে। এছাড়াও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ৭৬০ কোটি টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে শক্তিশালীকরণ প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের মুক্তির সংগ্রামের মাধ্যমে অর্জিত মূল্যবোধ আমাদের উন্নয়নের মূলমন্ত্র। জাতির পিতার স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, অজ্ঞতামুক্ত সোনার বাংলা গড়ে তোলার। বর্তমানে সারা পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের বেসরকারি অংশীজনদের এগিয়ে আসা উচিত। আজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধুমতি ব্যাংক কর্তৃক যে লাউঞ্জটি উদ্বোধন হচ্ছে তা যাত্রীদের বিভিন্নভাবে সেবা প্রদান করবে। যাত্রীদের ভ্রমণকে আনন্দদায়ক ও আরামদায়ক করার জন্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com