অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
এক বার্তায়, এ মাসের পবিত্রতা রক্ষায় সমবেদনা, সংযম এবং দান এই শ্বাশত মূল্যবোধগুলো দৃঢ় করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৭ মে) ঢাকায় অস্ট্রেলিয়ান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
বার্তায় স্কট মরিসন বলেন, পবিত্র রমজান মাসে অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বের মুসলমানরা ভাবগাম্ভীর্যের সঙ্গে কুরআন নাজিল হওয়ার এই অলৌকিক সময় পালন করে। মুসলিম সম্প্রদায়ের জন্য প্রার্থনা, রোজা রাখা, প্রতিফলন এবং ভক্তির সময়।
অস্ট্রিলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদের মুসলিম কমিউনিটি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সহিষ্ণুতা, শ্রদ্ধা এবং অন্তর্ভুক্তি আমাদের সবাইকে একত্রে বেঁধে রেখেছে এবং আমাদের বহুসাংস্কৃতিক, নানা বিশ্বাসের সমাজ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।
সমবেদনা, সংযম এবং দান এই শ্বাশত মূল্যবোধগুলো দৃঢ় করার জন্য রমজান মাস একটি উপযুক্ত সময় বলে উল্লেখ করেন অস্ট্রিলিয়ার প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির সঙ্গে যোগ দিয়ে এই পবিত্র মাসকে এবং শান্তি ও পূর্ণতাকে স্বাগত জানাই। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা।