জ্যেষ্ঠ প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম-ব্যাংকক রুটে পুনরায় ফ্লাইট চালুর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। সম্প্রতি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা এ দাবি জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে সম্প্রতি এক চিঠির মাধ্যম আবেদন জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোগত সুবিধা ও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের লক্ষ্যে প্রতিবছর লক্ষাধিক স্থানীয় ব্যবসায়ী, পর্যটক ও চিকিৎসা প্রত্যাশী মানুষ থাইল্যান্ডের পর্যটন নগরী চিয়াংমাই ও ব্যাংকক গমন করে থাকেন। এক দশক আগেও চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। এক সময় থাই এয়ারওয়েজ ও ফুকেট এয়ারলাইন্স নিয়মিতভাবে চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করলেও দীর্ঘদিন ধরে এই রুটে কোনো ফ্লাইট পরিচালনা করছে না তারা।
কয়েকদিন আগে বেসরকারি বিমান রিজেন্ট এয়ারওয়েজ চট্টগ্রাম-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল, বর্তমানে তাও স্থগিত। ফলে ব্যবসায়ী, পর্যটক ও চিকিৎসাপ্রার্থীরা সরাসরি থাইল্যান্ড যেতে না পারায় ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের ব্যবসায়িক কার্যক্রম ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সরাসরি চট্টগ্রাম-ব্যাংকক ফ্লাইট বন্ধ থাকায় এ রুটে ভ্রমণকারী ব্যবসায়ী, পর্যটক ও রোগীরা চরম বিপাকে পড়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
চেম্বার সভাপতি জরুরি চিকিৎসা প্রত্যাশী, ব্যবসায়ী ও পর্যটকদের থাইল্যান্ড গমনের সুবিধার্থে চট্টগ্রাম-ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবি জানান।