নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শনিবার সকাল ৬ টা থেকে আজ রোববার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ৩২৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩৭ গ্রাম হেরোইন, ২৮৫ গ্রাম গাঁজা, ১১ বোতল ফেনসিডিল ও ১১লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে ৩১টি মামলা করা হয়েছে।
এর আগে শুক্রবার দিনভর মাদকবিরোধী অভিযানে আরও ৪৪ জনকে গ্রেফতার করা হয়।