নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবসের সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমভিত্তিক যান্ত্রিক বহর প্রদর্শনীর আয়োজন করা হয়।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিবাদন মঞ্চে আসেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অভিবাদন মঞ্চে আসার পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে খোলা জিপে চড়ে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন পদাতিক বাহিনীর পক্ষ থেকে একের পর এক রাষ্ট্রপতিকে সালাম জানানো হয়। রাষ্ট্রপতি তাদের সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে যানবাহনে সজ্জিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন সংক্রান্ত চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টারের প্রদর্শনী দেখানো হয়।
অনুষ্ঠান থেকে বিদায়ের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সিনিয়র সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।