আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে অনুভূত হওয়া ওই ভূমিকম্প ছিল রিখটার স্কেলে ৬ মাত্রার। কানাডার একটি ন্যাচারাল রিসার্স সংস্থা এই খবর জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হার্ডি বন্দর থেকে ১৭৮ কিমি পশ্চিমের একটি অগভীর কেন্দ্রে। কানাডার উপকূল থেকে বেশ কিছুটা দূরে ভূমিকম্পটি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও ওই অঞ্চলে এখন কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে ওই ন্যাচারাল রিসার্স সংস্থা।
৬ মাত্রার ভূমিকম্পের আগে অল্প সময়ের ব্যবধানে একই অঞ্চলে দুইবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল, ৫.৭ এবং ৫.২।