নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজারগুলোতে ডিজিটাল মূল্য তালিকার বোর্ড বসানো হবে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সাঈদ খোকন বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে। সে সব স্ক্রিনে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২১টি কাঁচাবাজার রয়েছে জানিয়ে মেয়র বলেন, এ বাজারগুলোতে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুব কষ্টসাধ্য। আমাদের লোকেরা চলে গেলে অনেক সময় ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন।
তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য এটিকে ডিজিটাল করছি।
সিটি করপোরেশনের লোকজন চলে গেলে বাজারের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন এমন বিষয় সম্পর্কে ‘অবগত’ আছেন বলেও জানান মেয়র খোকন। এটি বন্ধ করতে মনিটরিং আরও জোরদার এবং আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
বাজার পরিদর্শনকালে ডিএসসিসি, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।