নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার সদরঘাটে ঢাকা আইনজীবী সমিতি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ওই ভবনের তিন তলায় আগুন লাগে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি সাংবাদিকদের বিষয়টি জানান।
তিনি জানান, ‘সকালে ভবনের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
তিনি বলেন, ‘ভবনে কয়েক হাজার আইনজীবীর চেম্বার রয়েছে। ঘটনার পরপরই তাদেরকে সরিয়ে নেওয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।’
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।’
তিনি আরো বলেন, ‘আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে কারণ জানার চেষ্টা করা হবে।’