সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

লক্ষ্মীপুরে পিকআপ দুর্ঘটনায় নিহত নিহতের সংখ্যা বেড়েছে ৪জন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ২৪১ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চাকা ফেটে পিকআপভ্যান উল্টে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় এলাকায় (মুক্তিগঞ্জ) এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিক মারা যান। এতে আহত ১১ জনকে সদর হাসপাতাপালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে হাসপাতাল এলাকায় নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের কান্নার রোল ওঠে।

নিহতরা হলেন সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), শমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫), আবিরনগর গ্রামের মফিজ (৪৫) ও আবদুল নূর (৬০)।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও আহত শ্রমিকরা জানান, সকালে তারা শহরের মিয়া রাস্তা নামক এলাকা থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার জন্য ঢালাই মেশিন নিয়ে পিকআপে ওঠে। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ গাড়ির চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিন শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক আবদুল নূর মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (এসআই) মো. কাওসারুজ্জামান বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com