শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

আবারও চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ২৩০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ম্যানচেস্টার রুট। লাভজনক এই রুটটি চালুর উদ্যোগ বিভিন্ন সময় নেয়া হলেও সফলতা পর্যবসিত হয়েছে এবারই মাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি জানান, ৫ জানুয়ারি (রোববার) এ রুট পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।

বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে শুরু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-০০৭ সকাল দশটায় সরাসরি ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড্ডয়ন করবে।

জানা গেছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত করা হবে রুটটি। সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

উল্লেখ্য, এটি বিমানের ১৭তম রুট। উড়োজাহাজ সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। প্রায় ৮ বছর পর এই রুট চালু হতে যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন বিভাগ সূত্রে জানা যায়, আরও এক সপ্তাহ আগেই এই রুটের সমস্ত টিকেট বিক্রি হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com