বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ক্যাম্পাসের ভাস্কর্য চত্বর ও কলাভবনে এ প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থীরা। সম্মিলিত কণ্ঠে তারা আবৃত্তি করেন ফেমিনিস্ট এনথেম।
ছন্দের তালে শিক্ষার্থীরা বলেন, সবশেষে তুই বলিস আমি নারী, সব দায় আমারই, এই দায় আমার নয়, নয় চলন-বলন-জামার; এর দায় শুধু তোর, তুই ধর্ষক। জালিম তুই রাষ্ট্র, তুই ধর্ষক, জালিম তুই সরকার, তুই ধর্ষক এমনই…।
আয়োজকদের একজন জবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা বলেন, চিলিতে প্রথম ধর্ষণের বিরুদ্ধে ফেমিনিস্ট এনথেম প্রদর্শিত হয়। পরবর্তীতে সারা বিশ্বেই এটি প্রদর্শিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এটি প্রদর্শন করলাম। আসলে ধর্ষণের জন্য যে নারীরা নয়, ধর্ষক মানসিকতা দায়ী এটা মেসেজ দিতেই আমাদের এই আয়োজন।
আয়োজকদের আরও একজন চারুকলার ১৪ ব্যাচের শিক্ষার্থী অরূপ রতন বলেন, ধর্ষণসহ যেকোনো নিপীড়নের কারণগুলোর মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় প্রধান। এটি ধীরে ধীরে একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নিপীড়নের ঘটনাগুলোর প্রতিবাদ এবং সামাজিক সচেতনতা তৈরির জন্যই আমাদের এই আয়ো