রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বাণিজ‌্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপচানো ভিড় ছিল শুক্রবার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মেলার শেষ দিকের ছুটির দিন আজ শুক্রবার অগণিত ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ‌্য করা গেছে। জমজমাট হয়ে উঠেছে বেচাবিক্রি। দোকানিরাও তাই কর্মব‌্যস্ত।

আজ শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, কেউ মেলায় প্রবেশ করছেন, কেউ মেলা দেখে বেরিয়ে যাচ্ছেন। বরাবরের মতো এবারো ২৫ তম আন্তর্জাতিক মেলার প্রথম দিকে বেচাকেনা তেমন জমছিল না। শেষ দিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বেড়েছে। দোকানিরা বলছেন, ‘জমেছে বাণিজ্য মেলা। বিক্রিও খুব ভালো হচ্ছে।

মিরপুরের কাজীপাড়া থেকে আসা তাম্মি আক্তার বলেন, ‘এখানে একসঙ্গে বেড়ানো ও সংসারের কেনাকাটা দুটোই হয়। তাই প্রতিবছরই মেলায় আসি কয়েকবার।’

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বরাবরের মতো এবারও মেলায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গৃহস্থালি পণ্যের। এজন্য ওয়ালটন, আরএফএল, বেঙ্গল, পারটেক্স, আকতার ফার্নিচার, নাভানাসহ বিভিন্ন গৃহ সামগ্রীর স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি।

আগের বছরগুলোর মতো এ বছরও মেলায় রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস-সমৃদ্ধ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, ই-শপ, শিশুপার্ক, রক্ত সংগ্রহ কেন্দ্র, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, মা ও শিশু কেন্দ্র, ফুলের বাগান ও এটিএম বুথ।

১ জানুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা। প্রাপ্তবয়স্কদের জন্য মেলায় প্রবেশে টিকেটের মূল্য ৪০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com