রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর এক অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে সারোয়ার জাহান প্রিন্স (২০) নামে এক পলিটেকনিকের ছাত্র নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের পর মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহরমপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিন্সের বাড়ি নগরীর মতিহার থানার কাজলায়। বাবার নাম আনোয়ারুল ইসলাম।
প্রিন্স চাঁপাইনবাবগঞ্জের এক বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতেন। ছুটিতে বাড়ি এসেছিলেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, নগরীর রাজপাড়ার বহরমপুরের লেভেল ক্রসিং অরক্ষিত। সেখানে কোনো গেটম্যান নেই। রাত সাড়ে ১০টার দিকে সারোয়ার মোটরসাইকেল চালিয়ে ওই লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এক লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলসহ সারোয়ার ট্রেনের নিচে পড়ে যান। এতে সারোয়ারের মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় এক অপমৃত্যুর মামলার হয়েছে।