আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের ভারত সফরে গিয়ে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালে হিন্দুত্ববাদী বিজেপি ভারতের ক্ষমতায় আসার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোদি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে চীন, জাপান ও ইসরায়েলের প্রধানমন্ত্রীরা গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ সফর করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ট্রাম্প সেই শহরে যাচ্ছেন।
আহমেদাবাদের পৌর কমিশনার বিজয় নেহরা জানিয়েছেন, ট্রাম্পের সফরকে সামনে রেখেই নতুন ক্রিকেট স্টেডিয়াম ঘিরে অবকাঠামো উন্নয়ন ও সড়ক নির্মাণে তিনশ’ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে।
সরদার প্যাটেল স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এক লাখ দশ হাজার দর্শক। স্টেডিয়ামটি চালু হলে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠের খেতাব হারাবে।