ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের ম্যাচ না থাকায় ছুটিতে বাংলাদেশের কোচ জেমি ডে, আছেন লন্ডনে। সাধারণত বাংলাদেশের খেলার কিছুদিন আগে ঢাকায় ফেরেন তিনি, যোগ দেন দলের ক্যাম্পে। আপাতত কোনও ম্যাচ নেই, প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত জাতীয় দলের খেলোয়াড়রা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ২৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে। তারপরও এবার আগেভাগে চলে আসছেন ইংলিশ কোচ। লিগের বিভিন্ন ভেন্যুতে গিয়ে ম্যাচ দেখতে চান তিনি। সেখান থেকেই জাতীয় দল চূড়ান্ত করার পরিকল্পনা।
আগামীকাল বুধবার ঢাকায় পা রাখবেন ডে। আরেকবার ডাগআউটে দাঁড়াতে এক মাসেরও বেশি সময় পাচ্ছেন। এ সময়ে জামাল-জীবনদের লিগের ম্যাচ দেখবেন ডে, ‘জাতীয় দলের খেলোয়াড়দের তো আগে থেকেই চেনা। তাদের সর্বশেষ অবস্থা কী সেটা দেখতে হবে। লিগে কে কেমন করছে সেটা দেখবো। তারপর জাতীয় দল চূড়ান্ত করবো। এর জন্য চেষ্টা করবো বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলা দেখতে।’
সাধারণত ডে লন্ডনের বাসায় বসে ইন্টারনেট লাইভ স্ট্রিমিংয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল দেখে থাকেন। এবার আগেভাগে ঢাকায় আসা নিয়ে তিনি বললেন, ‘আমি লন্ডনে বসে খেলা দেখি। সেখান থেকে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলি। যাকে যেমন নির্দেশনা দেওয়ার দরকার, দেই। খেলোয়াড়দের সর্বশেষ অবস্থা আমার জানতে হয়। এবার লিগের খেলা মাঠে বসে দেখার জন্যই আসছি।’
লিগে স্থানীয় খেলোয়াড়দের গোল নেই বললেই চলে। সাত ম্যাচে গোল হয়েছে ১০টি। এর মধ্যে শুধু সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার ইয়াছিন আরাফাত গোল পেয়েছেন। বাকি ৯ গোলই বিদেশি খেলোয়াড়দের। ডে হতাশ কণ্ঠে বললেন, ‘যতদিন বিদেশি খেলোয়াড়দের আধিক্য না কমবে, ততদিন এমনই হবে। স্থানীয় খেলোয়াড়দের গোলবঞ্চিত থাকতে হবে।’
ঢাকাসহ এবার গোপালগঞ্জ, নীলফামারী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের ভেন্যুতে খেলা হচ্ছে।