প্রযুক্তি ডেস্ক: দেশের শীর্ষ ই-কমার্স দারাজ প্রথমবারের মত আয়োজন করেছে “দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট”। এটি তরুণদের সৃজনশীলতা প্রমাণ করার এমন একটি সুযোগ যার মাধ্যমে তারা দারাজ অনলাইন শপিং ও বাংলা নববর্ষকে ঘিরে অ্যাড বানিয়ে জিতে নিতে পারে আকর্ষণীয় পুরস্কার।
এই অ্যাড মেকিং প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ৫০,০০০, ৩০,০০০ ও ২০,০০০ টাকা, সার্টিফিকেট এবং দারাজ বাংলাদেশে ইন্টার্নশিপ এবং চাকরি করার সুবর্ণ সুযোগ।
১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে ভিডিও বানিয়ে ফেসবুক প্রোফাইলে আপলোড করতে হবে #AdcreatorHunt ক্যাপশন দিয়ে যেখান থেকে সর্বোচ্চ লাইক, শেয়ার ও অভিজ্ঞ বিচারকের মতামতের ভিত্তিতে বিজয়ীদের বেছে নেওয়া হবে।
বিস্তারিত জানতে ভিজিট করতে হবে : https://www.facebook.com/events/792127157966108
দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং সৈয়দ আহমদ আবরার হাসনাইন এ প্রসঙ্গে বলেন, দারাজ এমন একটি প্রতিষ্ঠান যা সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে।
তিনি বলেন, আর এ জন্যই এবার তরুণদের জন্য নিয়ে এসেছে অ্যাড বানানোর প্রতিযোগিতা যেখানে তাঁরা তাঁদের দক্ষতার ভিত্তিতে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং দারাজে কাজ করার সুযোগ।