আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে পশ্চিমঙ্গে যারা এসেছিলেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন তারা সবাই ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদেরকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না।
আজ মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক জনসমাবেশে তিনি এ কথা বলেছেন।
মমতা বলেন, ‘যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তারা ভারতের নাগরিক…তারা নাগরিকত্ব পেয়েছেন। আপনাদের নতুন করে আবারও নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, আপনাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন। এখন তারা বলছে আপনারা নাগরিক নন…ওদেরকে বিশ্বাস করবেন না।’
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে একজন মানুষকেও তিনি ফেরত পাঠাতে দেবেন না।
ভারতে যেসব শরণার্থী বাস করছেন তারা ইতোমধ্যে দেশটির নাগরিক হয়ে গেছেন উল্লেখ করে মমতা বলেন,‘কেউ শরণার্থীদের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না।…বিজেপির মিথ্যা তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না।’