ঢাকা: কেবলমাত্র কোভিড-১৯ নিয়ে চিন্তিত না হয়ে ডেঙ্গুর দিকেও মনোযোগ দেওয়া দরকার বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
সোমবার (৩০ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন। সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অধ্যাপক ডা. সেব্রিনা বলেন, ‘এখন জ্বর হলেই আমরা তাকে কোভিড-১৯ ভাবছি। কিন্তু একটি কথা মনে রাখা প্রয়োজন, বর্তমান সময় এডিস মশার জন্য উর্বর সময়। তাই আমরা যারা বাড়িতে আছি তারা যেন বাড়ির পরিচ্ছন্নতার দিকে তাকাই। যাতে বাড়িতে কোথাও পানি জমে না থাকে। কারণ বৃষ্টি শুরু হলেই কিন্তু ডেঙ্গুর জন্য আশঙ্কা তৈরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধের জন্য যেন এখন থেকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। যেখানে পানি জমে থাকার ব্যবস্থা রয়েছে অথবা যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়তে পারে, তাই সেদিকে নজর দিতে হবে।’