রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

৩২৭ জাপানি ঢাকা ছাড়লেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ১৯৮ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের দীর্ঘমেয়াদী প্রকোপের আশঙ্কায় এবার ঢাকা ছাড়লেন ৩২৭ জন জাপানের নাগরিক। এর মধ্যে বাংলাদেশে কর্মরত দেশটির দূতাবাস ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪০০১ যোগে তারা ঢাকা ছাড়েন।

ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস সূত্র জানায়, করোনাভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে দূতাবাস নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশেষ ফ্লাইটটিতে ৩২৭ জন জাপানি যাত্রী রয়েছেন। ফ্লাইটটি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।’

এর আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন। ২৬ মার্চ সকালে দু’টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ভুটানের ১৩৯ জন নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com