নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্রুত সারা দেশ লকডাউনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় দলটির চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব এম এ মতিন এক বিবৃতিতে এ দাবি জানান।
করোনাভাইরাস পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রের বাইরে চলে যাচ্ছে। সারা দেশে বিস্তৃত হয়ে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। করোনাভাইরাস থেকে মুক্ত করতে সারা দেশ লকডাউন করে দেওয়া উচিত।
সরকারের সমালোচনা তারা বলেন, একদিকে ঘরে অবস্থান, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, অপরদিকে গার্মেন্টস কারখানা খুলে দেওয়াসহ আওয়ামী লীগ নেতাদের ত্রাণের নামে শোডাউনের মাধ্যমে করোনাভাইরাস নিয়ন্ত্রণ নয় বরং বিস্তৃতি ঘটানো হচ্ছে।
করোনাভাইরাস মোকাবিলায় সর্বদলীয় জাতীয় পরামর্শ কমিটি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী ফ্রন্টের নেতারা।