শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনা আক্রান্ত কেনি ডালগ্লিশ হাসপাতাল ছাড়লেন

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২৩৫ বার পঠিত

 

বিনোদন ডেস্ক: কেনি ডালগ্লিশ।হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন করোনায় পজিটিভ হওয়া লিভারপুল কিংবদন্তি কেনি ডালগ্লিশ।

বুধবার ৬৯ বয়সী ডালগ্লিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংক্রমণজনিত কারণে। অবশ্য সেটি করোনা ছিল না। এ থেকে সুস্থ হতে তার প্রয়োজন ছিল অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। তখন রুটিন মাফিক পরীক্ষার পরই জানা যায়, পাশাপাশি করোনাতেও সংক্রমিত তিনি! অবশ্য ভাগ্য ভালো যে এই ভাইরাসে সংক্রমিত হলেও কোনো উপসর্গ দেখা যায়নি তার মাঝে। নিয়মিত চিকিৎসা নিয়েছেন এই সময়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাবেক সেলটিক ও স্কটিশ ফরোয়ার্ড হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন আইসোলেশনে বাড়িতে অবস্থান করছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন।

অবশ্য ডালগ্লিশের দ্রুত শারীরিক উন্নতিতে অনেকেই বলছেন নামের কারণেই এ ধরনের সেবা তিনি পেয়েছেন। কিন্তু ডালগ্লিশ সানডে পোস্টকে বলেছেন, ‘অনেকেই মনে করছে আমার নামের কারণেই হাসপাতালে ওরা সেরা সেবাটা আমাকে দিয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না, সেখানে সব রোগীকেই সেরা সেবা দেওয়া হচ্ছে।’ এ সময় চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রশংসায় ভাসান ডালগ্লিশ।

সেল্টিকের হয়ে চারটি লিগ শিরোপা জেতার পর ডালগ্লিশ ১৯৭৭ সালে যোগ দেন লিভারপুলে। সেখানে গিয়ে খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে লিভারপুলকে ৮ বার লিগ শিরোপা জিতিয়েছেন, রয়েছে ৩টি ইউরোপিয়ান কাপ। এছাড়া ১৯৯৫ সালে ম্যানেজার হিসেবে ব্ল্যাকবার্ন রোভার্সকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com