আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের এই মহামারিতে বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
সোমবার (১৩ এপ্রিল) থেকেই এ সরবরাহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে জাপান টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রতিটি বাড়ির ঠিকানায় ডাকযোগে দুইটি করে কাপড়ের তৈরি মাস্ক পাঠানো হবে। জাপান সরকারের এই বিনামূল্যে মাস্ক সরবরাহ পরিকল্পনায় সরকারের মোট খরচ হবে চার হাজার ৬৬০ কোটি ইয়েন বা আনুমানিক ৪২ কোটি ৪০ হাজার মার্কিন ডলার।
এর আগে, লকডাউনের ফলে ২০ বছরের বেশি এবং ৬৫ বছরের কম বয়সি প্রত্যেক নাগরিকের ঘরে সপ্তাহে পাঁচটি করে মাস্ক পৌঁছে দিচ্ছে তুরস্ক। দেশটির বাজারে নিষিদ্ধ করা হয়েছে মাস্ক বেচাকেনা। রাষ্ট্রীয় এই সহায়তা পেতে দেশটির নাগরিকদের শুধু জাতীয় আইডি নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হয়েছে।