নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিশ নেতা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজায় জন সমাগম ঠেকাতে প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছন,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাসে আক্রান্তদের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জানাজায় এতো লোক জমায়েত হওয়ায় অনেকে হয়তো আক্রান্ত হয়েছে। এতে ঝুঁকি অনেকেটা বেড়ে গেছে।’
প্রসঙ্গত, শনিবার (১৮ এপ্রিল) সকালে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে খেলাফত মজলিশ নেতা জুবায়ের আহমদ আনসারীর জানাজা হয়। এতে মাদ্রাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায় মানুষ। লকডাউন উপেক্ষা করে আনসারীর জানাজায় লাখো মানুষ জড় হয়।
এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে এ ঘটনায় সার্কেল এএসপিকেও প্রত্যাহার করা হয়েছে।শনিবার রাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটুকেও প্রত্যাহার করা হয়।