নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: ঝড়ের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামায় বিঘ্নিত হয়েছে। এতে অভ্যন্তরীণ বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলার এয়ারলাইন্সের ফ্লাইট শাহজালালে নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে।
শহজালালের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) উপ-পরিচালক ওহিদুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, ঝড়ের সময় ফ্লাইট উঠানামায় একটু সমস্যা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ এর ৪৯২ উড়োজাহাজটি রাজশাহী থেকে ঢাকায় ফ্লাইটটির অবতরণের কথা ছিল। কিন্তু ঝড়ের কারণে ঢাকাতে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ-৮ এর ১৫৮ উড়োজাহাজটি সৈয়দপুর থেকে শাহজালালে অবতরণ করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইটটিও চট্টগ্রামে অবতরণ করেছে।
তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এটিসির এই কর্মকর্তা।