বিনোদন ডেস্ক : অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেন রাজামৌলি। এতে দেখা যায়, তিনি বাড়ির কাজে স্ত্রীকে সাহায্য করার জন্য ঘর, দরজা, জানালা পরিষ্কার করছেন। এই পোস্টের ক্যাপশনে একই কাজ জুনিয়র এনটিআর ও রাম চরণকে করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই নির্মাতা। এছাড়া বাহুবলি সিনেমার প্রযোজক শভু ইয়ারলাগাড়া, পরিচালক সুকুমার ও কম্পোজার এমএম কীরাভানিকেও চ্যালেঞ্জটি ছুড়ে দেন তিনি।
তার আগে রাজামৌলিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাংরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লেখেন, ‘পুরুষরা অসাধারণ গৃহকর্মী হতে পারে এবং সত্যিকার অর্থে যারা পুরুষ তারা অবশ্যই গৃহকর্মী ছাড়া এই কোয়ারেন্টানের সময়ে স্ত্রীকে দিয়ে সব কাজ করাবে না। দয়াকরে বাড়ির কাজে সহায়তা করুন। সত্যিকারের পুরুষ হোন। আমি এস এস রাজমৌলি স্যারকে এই চ্যালেঞ্জটি অন্যকে ছুড়ে দিতে এবং এরকম ভিডিও তৈরিতে উৎসাহ দিতে অনুরোধ করব।’
বর্তমানে বহুল প্রতীক্ষিত সিনেমা রুদ্রম রণম রুধিরাম বা ট্রিপল আর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রাজামৌলি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এই সিনেমার গল্প কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করছেন তারা।
ট্রিপল আর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। পাশাপাশি এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী বছর ৮ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।