বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মালিবাগে বিক্ষোভ করেছেন পোশাক কারাখানার শ্রমিকরা। রবিবার সকালে আবুল হোটেলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
‘তাহসিন ফ্যাশনস’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করা উজ্জ্বল বলেন, আমাদের দুই মাসের বেতন দেয়নি কারখানা মালিক। একবার ১৫ এপ্রিল তারিখ দিয়েছিল বেতন দেওয়ার জন্য, কিন্তু দেয়নি। পরে ২৬ এপ্রিল তারিখ দেয়। এখন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে আমরা রাস্তা বিক্ষোভে নেমেছি।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ জানান, পুলিশ গিয়ে বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। বিষয়টি বিজিএমইএকে জানানো হয়েছে।